আন্তর্জাতিক

বিক্রি কমে যাওয়ায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ৬:১৭:৪০ প্রিন্ট সংস্করণ

বিক্রি কমে যাওয়ায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

পণ্য বিক্রি কমে যাওয়ায় ১৪ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের জনপ্রিয় মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান নোকিয়া।

বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জানিয়েছে, নোকিয়ার এ বছরের তৃতীয় ত্রৈমাসিক বিক্রি ১৯ শতাংশ কমে গেছে। আর এ কারণে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। বর্তমানে নোকিয়ার কর্মী সংখ্যা হলো ৮৬ হাজার।

নোকিয়ার ব্যবসায় এমন মন্দা দেখা দিয়েছে মূলত উত্তর আমেরিকায় ৫জি পণ্য বিক্রিতে তেমন সাফল্য পায়নি প্রতিষ্ঠানটি।

নোকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক এক বিবৃতিতে বলেছেন, ‘মোবাইল নেটওয়ার্ক গড় বিক্রি ১৯ শতাংশ কমে গেছে কারণ আমরা ভারতে ৫জি নেটওয়ার্ক স্থাপনের বিষয়ে ধীরগতি দেখতে পেয়েছি। এর অর্থ পূর্ব আমেরিকায় এ ক্ষেত্রে যে ধীরগতি দেখা যাচ্ছে সেটি আর পূরণ সম্ভব নয়।’

নোকিয়ার অর্থ সাশ্রয়ের এই নতুন পরিকল্পনার লক্ষ্য হলো ২০২৬ সালের মধ্যে ৮০০ মিলিয়ন থেকে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো সাশ্রয় করা।

প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক বিবৃতিতে আরও বলেছেন, ‘যদিও চলমান অনিশ্চয়তার প্রভাব আমাদের তৃতীয় ত্রৈমাসিক গড় বিক্রির উপর পড়েছে। তবে আমরা প্রত্যাশা করছি চতুর্থ ত্রৈমাসিকে আমাদের নেটওয়ার্ক ব্যবসায় উন্নতি দেখতে পাব।’

সূত্র: রয়টার্স

আরও খবর

Sponsered content

Powered by