রংপুর

বীরগঞ্জে হারিয়ে যাচ্ছে গরুর হাল

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২১ , ৮:১৫:০৩ প্রিন্ট সংস্করণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

‘হাল বয়া যায় হালুয়া ভাই’ এখন আর এই গানও শোনা যায় না, গরুর হালও চোখে পড়ে না। দিনাজপুরের বীরগঞ্জে এক প্রকার হারিয়ে গেছে গ্রামের ঐতিহ্য গরুর হাল। একসময় কৃষকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত গরুর হাল দিয়েই জমি চাষাবাদ করে আসছিল।

কিন্তুু এখন আধুনিক প্রযুক্তির কাছে হারিয়ে গেছে এক সময়ে কৃষকের জমি চাষ আবাদের একমাত্র সম্বল গরুর হাল। বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের কৃষক জয়নাল আবেদীন এখনোও ধরে রেখেছে প্রাচীন ঐতিহ্য গরুর হাল।

তিনি বলেন, আমার ৪ বিঘা আবাদি জমি রয়েছে আর আছে ১টি গরুর হাল। এই গরুর হাল দিয়ে দীর্ঘ দিন যাবৎ জমি চাষাবাদ করিয়া আসছি। কাঠের লাঙ্গলে জমি চাষের মজাটাই আলাদা। গরুর হাল দিয়ে জমি চাষ করে পানি নিয়ে মই দিলেই জমির উচু-নীচু মাটি সহজেই সমান হয়ে যায়। তাই এখনো আমি গরুর হাল দিয়েই চাষা-বাদ করে আসতেছি।

 

আরও খবর

Sponsered content

Powered by