দেশজুড়ে

ছেলের মুখেভাত অনুষ্ঠানে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে বাবার মৃত্যু

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫:২৯:০৯ প্রিন্ট সংস্করণ

ছেলের মুখেভাত অনুষ্ঠানে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে বাবার মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলের মুখেভাত অনুষ্ঠানে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লিটন শেখ (৩০) নামে এক বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লিটন শেখ উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুচকুরনী গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানায়, লিটনের ছোট ছেলে রহমতউল্লাহর মুখেভাত অনুষ্ঠানে ধুমধাম আয়োজন করা হয়। বাড়িতে আত্মীয়-স্বজনরাও উপস্থিত হন। সাউন্ডবক্স এনে গানও বাজানো হচ্ছিল অনুষ্ঠান উপলক্ষে। হঠাৎ সাউন্ড বক্স বন্ধ হয়ে গেলে লিটন নিজেই বিদ্যুৎ সংযোগ ঠিক করতে যান। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি জ্ঞান হারান। তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মুহূর্তেই মুখেভাতের আনন্দঘন পরিবেশ বিষাদে পরিণত হয়। ওইদিন রাতে বাড়ির পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়।

হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খোকন মিয়া বলেন, আমার বাড়ির পাশেই ঘটনা। খুবই মর্মান্তিক। সাউন্ড বক্স ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান লিটন। এ ঘটনায় পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content

Powered by