দেশজুড়ে

বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জাহাজটি ফিরেছে চট্টগ্রামে

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২০ , ১১:২৭:২৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

দীর্ঘ ২ মাস ২০ দিন পর বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় চট্টগ্রাম নৌঘাঁটিতে ফিরেছে।

অবশেষে ৬ হাজার নট্যিকাল মাইল পাড়ি দিয়ে রোববার (২৫ অক্টোবর) সকালে এসে পৌঁছায় বিএনএস বিজয়। গত ৪ আগস্ট লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণে জাতিসংঘের পক্ষ থেকে নিয়োজিত বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত হয়। এ সময় জাহাজে থাকা ২১ জন নাবিক আহত হন।

এ ঘটনার পর জাহাজটির স্থলে গত ৯ আগস্ট বাংলাদেশ থেকে নৌবাহিনীর বিএনএস সংগ্রাম জাহাজটি লেবাননের উদ্দেশে রওনা হয়। জাহাজটি সেখানে পৌঁছালে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে বিএনএস বিজয়। ফেরার পথে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত অংশগুলো তুরস্কে মেরামত করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by