খেলাধুলা

বৈষম্যবিরোধী আন্দোলনে, ব্যথিত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৪ , ৭:৪৬:১৪ প্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলন, ব্যথিত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার

কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের পাগলাটে সমর্থন লিওনেল মেসিদের হৃদয় কেড়েছিল। ৩৬ বছরের বিশ্বকাপ ট্রফি খরা ঘুচিয়ে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কার্পণ্য করেনি তাদের খেলোয়াড় ও ফেডারেশন। সম্প্রতি বাংলাদেশে যখন বৈষম্যবিরোধী আন্দোলন তুঙ্গে, তখন আর্জেন্টিনার বিশ্ব জয়ী মিডফিল্ডার প্রতিক্রিয়া জানালেন।

কাতার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা এনজো ফের্নান্দেজ তার ভেরিফায়েড পেজ থেকে পোস্ট দিয়েছেন। একটি লাল কাপড়ে চোখ বাঁধা ছবি, পেছনে বাংলাদেশের পতাকা।

ক্যাপশনে ফের্নান্দেজ লিখেছেন, ‘আমার সব বাংলাদেশি অনুসারীদের বলছি, আমি আপনাদের শুনতে পাচ্ছি এবং আপানাদের জন্য প্রার্থনা করছি।’

গত জুলাইয়ের শুরুর দিকে কোটা সংস্কার আন্দোলনে নেমে পড়েন শিক্ষার্থীরা। কয়েক দিনের ব্যবধানে সেই আন্দোলন সহিংসতায় রূপ নিলে দেড়শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও খবর

Sponsered content