দেশজুড়ে

বোয়ালমারীতে জুট মিল শ্রমিকের মৃত্যু

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৪ , ৭:১৮:০০ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারীতে জুট মিল শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনয়নের ডোবরায় অবস্থিত জনতা জুট মিলের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১.০৭.২৪) রাত ১টার দিকে ফিনিশার মেশিনের মধ্যে পড়ে সে নিহত হয়। রায়হান বিশ্বাস (২২) নামের ওই শ্রমিকের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পরানপুর গ্রামে। সে ওই গ্রামের আব্দুর রব বিশ্বাসের ছেলে। বাড়িতে তার স্ত্রী ও 

দেড় বছরের একটি ছেলে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (০১.০৮.২৪) দুপুরে স্বজনরা নিহত শ্রমিকের লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। জানা যায়, গত শুক্রবার রায়হান বিশ্বাস জনতা জুট মিলে কাজে যোগদান করে। বুধবার রাত ১০টায় তার ডিউটি শেষ হয়ে যায়। পরে সে ওভারটাইম করছিল। ১২ টা ৪৫ মিনিটে ফিনিশার মেশিন পরিষ্কার করার জন্য বন্ধ করে কিন্তু অভিজ্ঞতা না থাকায় মেশিন বন্ধ করার সাথে সাথে সে মেশিন পরিষ্কার করতে যায়। তখন মেশিনের মধ্যে তার হাত পড়ে গেলে তার শরীর মেশিনের মধ্যে চলে যায়। তার কোমর 

পর্যন্ত থেতলে যায়। মেশিনের মধ্যেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার 

করে স্বজনদের নিকট হস্তান্তর করে। এ ব্যাপারে জনতা জুট মিল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। মিলের একটি মোবাইল নং এ (০১৮৮৬০০৩২৪১) ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে বলেন, গাড়িতে আছি, ফ্রি হয়ে পরে ফোন দিব। পরে আর ফোন ধরেননি। 

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিক রায়হান বিশ্বাসের মৃত্যুতে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content