দেশজুড়ে

গঙ্গাচড়ায় বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন

  প্রতিনিধি ২৩ মে ২০২১ , ৪:৪৫:০৪ প্রিন্ট সংস্করণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়ায় রোববার চর ইশোরকোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা আশ্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন।

উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর ইশোরকোল একটি বন্যা কবলিত এলাকা। ৪শ মানুষ ও ১শ গবাদিপশু ধারণক্ষমতা সম্পন্ন আধুনিক বন্যা আশ্রয়কেন্দ্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে এলাকার মানুুষজন। এসময় সহকারী কমিশনার (ভূমি) শরিফুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, ল²ীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল হাদি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by