স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ১০২০

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ৬:৩০:০০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২০ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৬৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২৮০ জন।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৩৩ হাজার ৩৮৫ জন রোগী।

চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৫১ জনে এবং তাদের মধ্যে মোট ১৩৬ জন মারা গেছেন।

আরও খবর

Sponsered content

Powered by