বাংলাদেশ

ব্রয়লার মুরগির দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ৭:৫৫:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

ফের বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। মাত্র সাত দিনের ব্যবধানে কেজিতে ৩৫-৪০ টাকা বেড়ে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে বাজারগুলোতে।

বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এদিন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২৫০ টাকা, যা সাত দিন আগেও ২১৫ টাকা ছিল।

এদিকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার পণ্যমূল্য তালিকায়ও লক্ষ্য করা গেছে, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ৩৫ টাকা বেড়েছে। প্রতি কেজি চিনি সাত দিনের ব্যবধানে ২.১৩ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ৫.৮৮ শতাংশ, রসুন ৭.৬৯ শতাংশ, আদা ৩০ টাকা ও প্রতি কেজি জিরা ৪.৬২ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে।

 

আরও খবর

Sponsered content

Powered by