করোনাভাইরাস

ব্রিটেনজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২০ , ১২:৩৩:০৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

পুরো ব্রিটেনজুড়ে এখন নতুন করোনা আতঙ্ক। অস্বাভাবিকহারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে নতুন ধরনের এই করোনা ভাইরাসকে প্রতিহত করতে সক্ষম ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন। 

নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একের পর এক দেশ যুক্তরাজ্যের সাথে যোগাযোগ বাতিল করায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলছে প্রভাবশালী এই দেশটি। স্থবির হয়ে থাকা ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতেও বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা।

অন্যদিকে, এই ভাইরাসে আক্রান্তদের তথ্য বিশ্লেষণের পর বিজ্ঞানীরা বলছেন, রূপান্তরিত এই ভাইরাস শিশুদের অনেক সহজে আক্রান্ত করতে পারে। তবে বায়োনটেকের প্রধান নির্বাহীর দাবি, তাদের আবিষ্কৃত ভ্যাকসিন এই নতুন ভাইরাসকে প্রতিহত করতে সক্ষম।

করোনা ভাইরাসে সংক্রমণের ক্ষেত্রে সবচে বেশি ঝুঁকিতে পূর্বলন্ডন, যেখানে ব্রিটেনের বাংলাদেশীদের অধিকাংশই বসবাস করছেন। তাদের মাঝেও ক্রমশ বাড়ছে আতঙ্ক।

সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের এই করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ৭০ শতাংশ দ্রুত ছড়াতে সক্ষম।

আরও খবর

Sponsered content

Powered by