বাংলাদেশ

ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় আসছেন ৫ অক্টোবর

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২০ , ১১:০০:৩০ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। পুরোনো ছবি

ভোরের দর্পণ অনলাইন:

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আগামী ৫ অক্টোবর ঢাকা আসছেন। ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করবেন তিনি। জানা গেছে, ৩ অক্টোবর দিল্লি থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন দোরাইস্বামী। এরপর ত্রিপুরা হয়ে দুদিন পর ঢাকায় পৌঁছবেন।

১৯৯২ ব্যাচের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী সর্বশেষ অতিরিক্ত সচিব হিসেবে আন্তর্জাতিক সংগঠন ও সম্মেলন বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করেছেন।

বিক্রম দোরাইস্বামীর জন্ম তামিলনাড়–তে। একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালে তার বাবা ছিলেন বিমানবাহিনীতে কর্মরত। সে সময় তিনি মিত্রবাহিনীর পাশাপাশি থেকে তৎকালীন পশ্চিম পাকিস্তান সীমান্তে যুদ্ধ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে বিক্রম দোরাইস্বামী কিছুদিন সাংবাদিকতাও করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়েছেন এ কূটনীতিক।

 

আরও খবর

Sponsered content

Powered by