আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রে বৃষ্টিতে ধসে পড়লো পাঁচ তলা বাড়ি, নিখোঁজ ৭০

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২০ , ১১:০৩:২৮ প্রিন্ট সংস্করণ

একটানা ভারী বৃষ্টিতে নাজেহাল ভারতের মহারাষ্ট্র। এর মধ্যেই ধসে পড়লো পাঁচ তলা বাড়ি। সেখান থেকে গুরুতর জখম অবস্থায় কমপক্ষে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছেন কমপক্ষে ৭০ জন মানুষ। -আনন্দবাজার

জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলার কাজলপুর এলাকায় এই ঘটনা ঘটে। দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল সেখানে উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায়, বাড়িটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ধুলোর চাদরে ঢেকে যায় গোটা এলাকা। সেই অবস্থাতেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষরা।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল। তারা ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজ শুরু করে। ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল, তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। এর ফলে মাটি আলগা হয়ে বাড়িটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content

Powered by