আন্তর্জাতিক

ভারতে চীনা পণ্য বর্জনের ডাক দেয়ায় ওষুধের দাম বৃদ্ধি

  প্রতিনিধি ২২ জুন ২০২০ , ১২:১৬:৩৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক: চীনা পণ্য বর্জনের ঘোষণা দিয়ে ভারত এবার বেশ বড় বিপদে পড়েছে। টিভি ফ্রিজ নয়, এবার ওষুধের কাঁচামালের দাম বাড়ায় ভারতীয়দের গুণতে হচ্ছে বাড়তি অর্থ। দাম কম হওয়ায় ওষুধ তৈরির কাঁচামালের ৮০ শতাংশই ভারত আমদানি করত চীন থেকে।

ভারতের এক শীর্ষ ওষুধ উৎপাদক সংস্থার কর্ণধার জানিয়েছেন, গালওয়ান উপত্যকার ঘটনায় চীন বয়কটের ডাক ওঠার জেরে ওষুধের কাঁচামাল সরবরাহকারী সংস্থাগুলো রাতারাতি ৩০ শতাংশ দাম বাড়িয়ে দিয়েছে। তারা সাম্প্রতিক পরিস্থিতির দোহাই দিলেও মূলত অনৈতিক উপায়ে লাভবান হওয়ার জন্যই এগুলো করা হচ্ছে।

গত ১৫ জুন পূর্ব লাদাখে চূড়ান্ত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গালওয়ান উপত্যকায় দুদেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা সদস্য নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক উত্তপ্ত। এরপর থেকেই ভারতের বিভিন্ন প্রান্ত চীনের জাতীয় পতাকা ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবি পোড়ানোর পাশাপাশি দাবি উঠেছে চীনা পণ্য বয়কটের। কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে দেশটির ওষুধশিল্পে।

আরও খবর

Sponsered content

Powered by