Uncategorized

ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা পেল কক্সবাজারের চকরিয়াবাসী

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ৭:২৫:১৭ প্রিন্ট সংস্করণ

ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা পেল কক্সবাজারের চকরিয়াবাসী

কক্সবাজার প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে করোনা ভাইরাস সংক্রমণকালে ঘরে ঘরে সাধারণ মানুষের মাঝে সরকারি চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসন এবার সেবা খাতে একটি নতুন উদ্যোগে নিয়েছেন। কক্সবাজারের জেলা প্রশাসক মো.কামাল হোসেন এর পরিকল্পনার আলোকে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দুর্গম জনপদে ভ্রাম্যমান হাসপাতাল ক্যাম্পের মাধ্যমে এলাকার সর্বসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ এর তত্বাবধানে অনুষ্ঠিত উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের ভ্রাম্যমান হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন ইউনিয়নের অন্তত দুইশত গরীব রোগী। হাসপাতালে সেবা দিয়েছেন চারজনের একটি চিকিৎসক টিম। ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে খুশিতে প মুখ সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম। করোনা ভাইরাস সংক্রমণকালে ঘরে ঘরে সাধারণ মানুষের মাঝে সরকারি চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সেবাখাতে এই উদ্যোগ কক্সবাজার জেলা প্রশাসনের প্রতি সর্বসাধারণের মাঝে আস্থা বেড়েছে। জেলা প্রশাসক মো.কামাল হোসেন এর পরিকল্পনার আলোকে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমটি করোনা দুর্দিনে এতদা লে গরীব অচ্ছ¡ল মানুষের কাছে আর্শীবাদ হয়ে দেখা দিয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by