দেশজুড়ে

মান্দায় ধান ক্রয়ে কৃষক নির্বাচন

  প্রতিনিধি ১৭ মে ২০২০ , ৭:৩৭:০৪ প্রিন্ট সংস্করণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় চলতি মৌসুমে বোরো ধান ক্রয়ের লক্ষে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষে  রোববার বেলা ১১টার দিকে ইউএনওর সভা কক্ষে আলোচনা সভা শেষে লটারি অনুষ্ঠিত হয়। সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান মিয়া, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, আব্দুল আলিম, তোফাজ্জল হোসেন তোফা, মোস্তাফিজুর রহমান সুমন, ইলিয়াস খান প্রমুখ।  শেষে চলতি বোরো মৌসুমে সরাসরি ধান ক্রয়ের লক্ষে লটারির মাধ্যমে উপজেলার ১৪ ইউনিয়নে ৩ হাজার ৪৯০ জন কৃষক নির্বাচন করা হয়েছে। 
 

আরও খবর

Sponsered content

Powered by