রাজশাহী

মান্দায় লক্ষাধিক টাকার কারেন্ট জাল ধ্বংস

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ৫:২৪:৩৫ প্রিন্ট সংস্করণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক লক্ষাধিক টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত আত্রাই নদীর ফেরিঘাটের উজানে অভিযান চালিয়ে নিষিদ্ধ এসব কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, আত্রাই নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে পোনা মাছ নিধন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট জাল আটকসহ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ইমরানুল হক জানান, নিষিদ্ধ জাল ব্যবহার করে পোনা মাছ নিধন দন্ডনীয় অপরাধ। নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় মান্দা থানার সহকারি উপপরিদর্শক জিয়াউর রহমান, অফিস সহকারি জিয়াউর রহমান, ক্ষেত্র সহকারি ফরিদুল ইসলাম, অফিস সহায়ক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by