বরিশাল

‘মিডিয়াকে আমরা সহকর্মী মনে করি’

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ৭:৩৪:২৯ প্রিন্ট সংস্করণ

‘মিডিয়াকে আমরা সহকর্মী মনে করি’

বরগুনা প্রতিনিধি : বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম বলেছেন, ‘মিডিয়াকে আমরা সহকর্মী মনে করি। মিডিয়া প্রকৃতপক্ষে আমাদের আয়না। গত তিন মাসে বাংলাদেশ পুলিশের বর্তমান মুখচ্ছবি মানুষের কাছে তুলে ধরেছে মিডিয়া। আমরা ভালো কাজ করলে মিডিয়া প্রশংসা করবে, আবার খারাপটাও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে।’ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে ফল বিতরনের সময় এক আলাপচারিতায় মিডিয়া সম্পর্কে এভাবেই নিজের মনোভাব তুলে ধরেন তিনি। বাংলাদেশের মিডিয়াকর্মীদের ব্যাপারে পুলিশ সুপার বলেন, ‘আমাদের মিডিয়াকর্মীরা একদিন আন্তর্জাতিক মান অর্জন করবে। আমরা সব সময় মিডিয়াকে সহযোগিতা করে থাকি। ভবিষ্যতেও পুলিশ-মিডিয়া পারস্পরিক পেশাগত সম্পর্ক ও সহযোগিতা অব্যাহত থাকবে। বরগুনার সাংবাদিকরা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম এর বর্ণাঢ্য কর্মময় জীবন এবং অভিজ্ঞতা তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন। তাকে একজন অত্যন্ত উঁচুমানের ‘আইকনিক লিডার’ হিসেবে আখ্যায়িত করে তারা বলেন, গত তিন মাসে মানুষ জেনে গেছে আপনার নেতৃত্বে বরগুনার পুলিশ কীভাবে বদলে যাচ্ছে। এখন সর্বত্রই মানুষ পুলিশের প্রশংসা করছে, সুনাম করছে।

আরও খবর

Sponsered content

Powered by