চট্টগ্রাম

মুজিববর্ষ উপলক্ষে বান্দরবানে আরো ৭৪টি পরিবার পাচ্ছে জমি ও ঘর

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২২ , ৬:০২:৩০ প্রিন্ট সংস্করণ

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী।

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক জেলায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ে জেলা প্রশাসনের আয়োজনে, ১৯শে জুলাই (মঙ্গলবার) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী সাংবাদিকদের জানান, আগামী ২১শে জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩য় পর্যায়ের(২য় ধাপ) সারাদেশে ২৬,২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন ।

এর অংশ হিসেবে জেলার ৭টি উপজেলায় উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও উপকার ভোগীরা অংশগ্রহণ করবেন।

পার্বত্য বান্দরবান জেলার সদর উপজেলায় ১০টি, লামা উপজেলায় ৩৬ টি, আলীকদম উপজেলায় ৫ টি, রুমা উপজেলায় ১৪ টি এবং রোয়াংছড়ি উপজেলায় ৯টি সহ মোট ৭৪ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করবেন।

আরও খবর

Sponsered content

Powered by