দেশজুড়ে

মুজিববর্ষে গৃহহীনদের প্রধানমন্ত্রীর জমি ও গৃহপ্রদান উপলক্ষ্যে আগৈলঝাড়া ইউএনও’র প্রেসব্রিফিং

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২২ , ৭:৫৭:৩৬ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী এর নির্দেশনা বাস্তাবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদাণের জন্য কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৬ এপ্রিল সকাল ১১ টায় প্রধানমন্ত্রী সারাদেশে তৃতীয় পর্যায়ের গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করছেন।

উক্ত অনুষ্ঠানটি আগৈলঝাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে সরাসরি দেখানো হবে। এ লক্ষ্যে আগৈলঝাড়া উপজেলায় ২৪ এপ্রিল রবিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আগৈলঝাড়া উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে এক প্রেসব্রিফিং করেছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম ছারোয়ার, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়াম্যান বিপুল দাস, রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ইলিয়াছ তালুকদার, গৈলা মাডেল ইউনিয়ন পরিষদ চেয়াম্যান শফিকুর হোসেন টিটু।

নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী এর নির্দেশনা বাস্তাবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি গৃহ প্রদাণের জন্য কার্যক্রম চলমান রয়েছে।

তারই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী সারাদেশে তৃতীয় পর্যায়ের গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন করবেন। আমাদের আগৈলঝাড়া উপজেলায় ২২ টি ঘরের শুভ উদ্ভোধন করবেন এবং তাদের ২ শতক জমির দলিল ও শার্টিফিকেট প্রদান করা হবে। প্রতিটি ঘরের নির্মান খরচ হবে দুই লাখ উন্নসত্তর হাজার পাঁচশত টাকা।

আরও খবর

Sponsered content

Powered by