দেশজুড়ে

মুন্সীগঞ্জে নতুন ১২ জনসহ করোনা আক্রান্ত ৩০৪ জন

  প্রতিনিধি ১৩ মে ২০২০ , ২:২৩:১৮ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জে নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় সর্বমোট ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ১২ জনের মধ্যে শ্রীনগর উপজেলায় ৩ জন, লৌহজং উপজেলায় ৪ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২ জন এবং গজারিয়া উপজেলায় ৩ জন।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টায় সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সূত্রে জানা যায়, সর্বমোট সদর উপজেলায় ১৩০ জন, সিরাজদিখান উপজেলায় ৫৬ জন, শ্রীনগর উপজেলায় ৪২ জন, লৌহজং উপজেলায় ৩৬ জন, টংগিবাড়ী উপজেলায় ১৬ জন ও গজারিয়া উপজেলায় ২৪ জন আছেন।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, গত শনিবার (৯ মে), রোববার (১০ মে) ও সোমবারের (১১) ১১৭টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২ জনের করোনা ভাইরাস শনাক্ত। নতুন ৯ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছে ৩০ জন। নতুন আক্রান্তদের মধ্যে পাঁচজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। মৃত ১২ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। সর্বমোট নমুনা পাঠানো হয়েছে এক হাজার নয়শ ২২টি, নমুনার ফলাফল এসেছে এক হাজার পাঁচশ ৬১টি। নমুনার ফলাফল আসা বাকি আছে ৩৬১টি।

বুধবার সকালে করোনা পরীক্ষার জন্য ঢাকার নিপসম ল্যাবে ১০৩টি নমুনা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by