প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৫ , ৩:৩২:০৯ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ক্রিকেট টুনার্মেন্ট ২০২৫ ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৫টায় পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করেন পল্লীমঙ্গল ক্রিকেট একাদশ বনাম শরণখোলা নিউ সান বয়েজ ক্লাব ক্রিকেট একাদশ। ৮ দলীয় এ ক্রিকেট ফাইনাল খেলায় ৪ রানের ব্যবধানে নিউ সান বয়েজ ক্রিকেট একাদশকে পরাজীত করে চ্যাম্পিয়ন হয়েছেন পল্লীমঙ্গল ক্রিকেট একাদশ।
এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪, আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
বিশেষ অতিথি ছেলেন শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত, মোরেলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, আবজাল হোসেন জোমাদ্দার, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, আসাদুজ্জামান মিলন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।