রাজশাহী

শিবগঞ্জে প্রবাসীর বাড়ির রাস্তায় প্রাচির নির্মাণের অভিযোগ

  প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৯:১৭:০৬ প্রিন্ট সংস্করণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের পল্লীতে এক প্রবাসীর বাড়ির যাতায়াতের ইট সোলিং করা রাস্তা তুুলে ফেলে জোরপূর্বক প্রাচির নির্মাণ করে যাতায়াতের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আটমূল ইউনিয়নের বেতগাড়ী চাঁনপাড়া গ্রামের রাহরাইন প্রবাসী মো. আব্দুস ছালামসহ তারা ৪ ভাই বিভিন্ন দেশে কর্মরত আছেন। এই সুুযোগে পার্শ¦বর্তী বাড়ির মৃত তসলিম উদ্দিনের ছেলে মো. ইসলাম আলী তার দলবল নিয়ে জোরপূর্বক দীর্ঘ ৩০ বছরের যাতায়াতের রাস্তাটিতে রাতের আঁধারে প্রাচির নির্মাণ করে বন্ধ করে দিয়েছে। কোন উপায় না পেয়ে অবশেষে প্রবাসীর স্ত্রী মোছা. শাহানারা খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ সংক্রান্তে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীর স্ত্রী মোছা. সাহানারা খাতুন বলেন, গত ৩০ বছর যাবৎ এই ইট সোলিং করা রাস্তা দিয়ে আমরা যাতায়াত করছি। আমার স্বামী বিদেশে থাকার কারণে তারা জোরপূূর্বকভাবে রাস্তা দখল করে এধরনের ঘটনা ঘটাচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by