দেশজুড়ে

রাউজানে ইটভাটা মালিক-শ্রমিকদের মানববন্ধন

  প্রতিনিধি ৪ মার্চ ২০২১ , ৭:২৪:০৪ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে বিশাল মানবন্ধন কর্মস‚চি পালন করেছে উপজেলা ইট প্রস্তুুতকারী মালিক ও শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে পৌণে ১২টা পর্যন্ত চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান সদর মুন্সিরঘাটা, জলিল নগর বাস স্টেশন পর্যন্ত প্রায় দেড়ঘন্টাব্যাপী দীর্ঘ এক কিলোমিটারজুড়ে মানববন্ধনের পর ২০ মিনিট সড়ক অবরোধ, মুন্সিরঘাটা থেকে রাস বিহারীধাম গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে উপজেলার ৫১টি ব্রিক ফিল্ডের কয়েকশ মালিক ও কয়েক হাজার শ্রমিক।

পরে ইটভাটা মালিকরা একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগের হাতে স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন অনুষ্ঠানের সমন্বয়ক সংগঠক সুমন দে ও আজিজুল হক কোম্পানী।

জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, জানে আলম জনি, এস.এম শহিদুল্লাহ জনি, সৈয়দ হোসেন কোম্পানী, স্বপন দাশগুপ্ত, ডাক্তার সুজিত দত্ত, ইউনুছ কোম্পানী, মুহাম্মদ সোহেলসহ অনেকে প্রমুখ।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কয়েকজন শ্রমিক কান্নাজড়িত কন্ঠে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা বর্তমানে খুবই অসহায়ভাবে জীবন অতিবাহিত করছি। অনাহার-অর্ধাহারে দিন কাটছে শ্রমিকদের। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি আমরা। এভাবে ইটভাটাগুলো বন্ধ থাকলে না খেয়ে মরতে হবে আমাদের।

আরও খবর

Sponsered content

Powered by