আবহাওয়া

যার বাঁচানোর কথা তিনিই পানিতে ডুবে আছেন

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ৭:০৩:৫০ প্রিন্ট সংস্করণ

যার বাঁচানোর কথা তিনিই পানিতে ডুবে আছেন

বৃষ্টির পানিতে বন্দী পুরো চট্টগ্রাম নগরী। পানিবন্দী নগরবাসীকে যার বাঁচানোর কথা সেই নগরপিতা (মেয়র) নিজেই পানিতে বন্দী
হয়ে আছেন নিজ বাড়ীতে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী পুরো এলাকাই এখন একপ্রকার জলবন্দী। ফলে নগরবাসী নিজেদেরকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন এই বলে যে, “মেয়রের ঘরে যেখানে পানি, সেখানে আমরা কোন ভিআইপি।“ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও, বহদ্দারহাট, চকবাজার, দুই নম্বরগেট, জিইসি, আগ্রাবাদ, হালিশহর, বিমানবন্দর এলাকাসহ পুরো নগরীই এখন পানিতে ডুবেছিল।

চট্টগ্রাম নগরবাসী কিছুতেই যেনো জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে না। তাই তারা মেয়রের বাড়ীতে পানি দেখে কিছুটা টিপ্পনিও কাটছেন। মেয়রের এলাকার বাসিন্দারা বলছেন, আমরা যেহেতু মেয়রের এলাকায় আছি, আশা করেছিলাম হয়তো জলাবদ্ধতা থেকে মুক্তি পাব ।

কিন্তু এলাকাবাসীর সেই আশা যেন গুঁড়েবালি। জলাবদ্ধতা যেন কপাল লিখন। মুক্তি মিলছে না। খাল ও নালা-নর্দমা খনন এবং পরিষ্কার না করায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এখানে কিছু সড়ক উঁচু করা হয়েছে। ভেবেছিলাম, তাতে পানি উঠবে না। কিন্তু সেসব সড়কেও হাঁটুসমান পানি উঠেছে।

আরও খবর

Sponsered content

Powered by