বাংলাদেশ

র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে ছোটখাটো বিষয় বললেন পররাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:২১:১৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞাকে  ছোটখাটো বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। এজন্য তাদের একের পর এক কর্মকর্তা বাংলাদেশে আসছেন।’

বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশ কাজ করতে চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে চায়। চীনও বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে আরও সম্পর্ক উন্নয়ন করতে চায়। ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।’

র‌্যাবের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে ড. মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক, এখানে র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটখাটো। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার প্রতিনিধিদলের আলোচনা হয়েছে।’

আরও খবর

Sponsered content

Powered by