দেশজুড়ে

রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ৭:৫৫:৩২ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। গত সোমবার সাংসদ ফজলে করিমের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ ও রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ সাংসদ ফজলে করিম চৌধুরীর করোনা পজেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন। জমির উদ্দিন পারভেজ এ প্রতিনিধিকে বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেশে ছড়িয়ে পড়ার পর জীবনের ঝুঁকি নিয়ে সাংসদ ফজলে করিম চৌধুরী বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে দিন-রাত জনগণের পাশে থেকেছেন। মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। মানুষের ভালোবাসা ও দোয়ায় সাংসদ ফজলে করিম চৌধুরী করোনাকে জয় করে আবারো মানবিক কাজে সম্পৃক্ত হবেন। সাংসদ ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত হওয়ায় সোমবার বাদ এশা রাউজান উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য রাউজানে সাংসদের নেতৃত্বে করোনাকালীন সময়ে বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরীসহ বেশ কয়েকজন চেয়ারম্যান করোনায় আক্রান্ত হন। বর্তমানে আক্রান্তদের অনেকেই সুস্থ হয়ে আবারো মানবিক কাজে সামিল হয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by