দেশজুড়ে

রাজধানীতে স্টিলমিলে গলিত লোহা ছিটকে ৫ শ্রমিক দগ্ধ

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২০ , ২:২১:২৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

রাজধানীর ডেমরা কোনাপাড়ায় শাহরিয়া স্টিল মিলে বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১ টার দিকে কোনাপাড়া শাহরিয়া স্টিল মিলের লোহা গলানোর ভাট্টিতে (চুল্লি) এই ঘটনা ঘটে।
দগ্ধদের তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন- আলআমিন (১৮), জসিম উদ্দিন (৪৫) ও ইমরান হোসেন শান্ত (২৩)। জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, ডেমরায় স্টিল মিলে আগুনে দগ্ধ তিন জন হাসপাতালে ভর্তি আছেন। দুজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
শ্রমিকরা জানান, রাতে তারা ৯ জন কাজ করছিলেন। হঠাৎ গলিত লোহা ভাট্টির ভেতর থেকে বিস্ফোরিত হয়ে চার দিকে ছিটকে পড়তে শুরু করে। এ সময় দৌড়ে সরে যাওয়ার সময় গলিত লোহা কয়েকজনের ওপর পড়তে থাকে। এতে ৫ শ্রমিক দগ্ধ হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, এ ঘটনায় তিনজন ভর্তি রয়েছেন।

 

আরও খবর

Sponsered content

Powered by