দেশজুড়ে

লংগদুতে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ৬:৪৭:৪৪ প্রিন্ট সংস্করণ

লংগদুতে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ৩মাসব্যাপী দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষকদের সমাবেশের অংশ হিসেবে রাঙ্গামাটির লংগদুতে মাইনীমুখ ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

৮ ডিসেম্বর (রবিবার) বিকাল ৩ টায়  রাঙ্গামাটি লংগদু উপজেলাস্থ বাইট্টাপাড়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বাইট্টা পাড়া বাজার প্রাঙ্গণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ 

মাইনীমুখ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আবু হানিফ খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

এতে লংগদু উপজেলা যুবদলের আহ্বায়ক জানে আলম ও তৃনমুলের কৃষক দলের সকল সদস্য/সদস্যাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্য বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশের মানুষের জীবন জীবিকা ও উপার্জনের অন্যতম মাধ্যম হলো কৃষি। আর এই প্রেক্ষাপটের কৃষকদের বলা হয় জাতির প্রান। এই কৃষকরা অনেক পরিশ্রম করে সোনার ফসল ফলানোর চেষ্টা  করে এবং ক্ষুধার নিবৃত্তি ঘটায়।

কৃষকের উৎপাদিত কৃষি, পণ্য রপ্তানি হয় বিদেশে,  যার ফলে বাংলাদেশ শিল্পায়নের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে । দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও কৃষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। জাতীয় অর্থনীতিতে কৃষকের ভূমিকা অপরিসীম। 

আরও খবর

Sponsered content