প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ৩:৫০:১৫ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী প্রায় ৯৭ মিলিয়ন স্বেচ্ছাসেবী, সদস্য ও কর্মী বাহিনী যারা মানুষের জীবনমান এবং স্বাস্থ্যরক্ষা এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল দশ টায় রাঙ্গামাটির লংগদু উপজেলা রেড ক্রিসেন্ট ইয়ুথ টিমের উদ্যোগে উপজেলা হর্টিকালচার সেন্টার রেষ্ট হাউস মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়৷
আবির চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি লংগদু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহ-অধিনায়ক টিটন সেন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি লংগদু উপজেলার আজীবন সদস্য এম এ হালিম ও শাহ আলম (মুরাদ)সহ রেড ক্রিসেন্ট সোসাইটি লংগদু ভলেন্টিয়ার টিমের সকল সদস্য/ সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবিক সেচ্ছাসেবী সংগঠন। আমাদের কাজ হচ্ছে দুর্যোগ মোকাবেলা করা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সেবা প্রদান করাই রেড ক্রিসেন্ট সোসাইটির মূল উদ্দেশ্য।
শেষে রেড ক্রিসেন্ট সোসাইটির লংগদু ইয়ুথ টিমের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতাঢ অংশগ্রহণকারী প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয়স্থান অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।