রাজশাহী

লালপুরে চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২১ , ৬:২৬:৩৯ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ২০২১-২২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও মুগ ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩ হাজার ৪শত জন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান লাভলু, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by