রাজশাহী

লালপুরে হাতবৈঠা নৌকা বাইচ প্রতিযোগিতা

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২২ , ৬:৩৬:২২ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে পদ্মা নদীতে হাতবৈঠা নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ অক্টোবর) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়ায় পদ্মা নদীতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। হাতবৈঠা নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল, সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ সাগর, যুগ্মসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, বিলমাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ব্যবসায়ী রোকনুল ইসলাম লুলুসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

প্রতিযোগিতায় নওপাড়া যুব সংঘ একাদশ এমপি দল প্রথম স্থান অধিকার করে। এছাড়া সুলতানপুর একাদশের ওহিদুল ইসলামের দল দ্বিতীয়, নওপাড়া বেগমতলা একাদশের শহিদুল ইসলামের দল তৃতীয় ও ভারত সীমান্তবর্তী বাংলা বাজার একদশের আব্দুল বাতেনের দল চতুর্থ স্থান অধিকার করে। মেলার আয়োজক চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তোফা বলেন, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে প্রথম বারের মতো হাতবৈঠা নৌকা বাইচ প্রতিযোগিতা, মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আগামীতে এ ধারা অব্যহত থাকবে।

সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, উপজেলার লালপুর, ঈশ্বরদী, বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া চারটি ইউনিয়নের উপকূল দিয়ে প্রবাহিত পদ্মা নদী। এছাড়া খাল-বিলে পরিপূর্ণতা রয়েছে। পদ্মা নদীতে প্রথম বারের মতো নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার অনন্য প্রয়াস। অপর দিকে প্রচুর সংখ্যক দর্শক সমাগত বিনোদনের উপাদান হিসেবে প্রমাণ করেছে। এ ধরণের আয়োজনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আরও খবর

Sponsered content

Powered by