শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণ জানতে চান কুবি শিক্ষার্থীরা

  প্রতিনিধি ৩০ মে ২০২১ , ৩:২৫:৪১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

‘আর একদিনও দেরি নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’, ‘অনিশ্চিত জীবন থেকে মুক্তি দিন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’- স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

রোববার (৩০ মে) সকাল ১১টায় দীর্ঘদিন বন্ধ থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ শেষে প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। সারাদেশে আন্দোলন চলছে। প্রয়োজন আমরা বিশ্বরোড অবরোধ করব।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত বছরের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সেই বন্ধ দফায় দফায় বাড়িয়ে আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by