ময়মনসিংহ

শেরপুরের ঝিনাইগাতীতে অগ্নি নিবারণের মহড়া শুরু

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:২৮:৫৩ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় চলতি মাসের ৮ই সেপ্টেম্বর অগ্নি নিবারণের মহড়া শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা ভবনের সামনে ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের চৌকসের একটি টিম ইষ্টেশন অফিসার আব্দুল লতিফের নেতৃত্বে অগ্নি নিবারণের কলা কৌশল তুলে ধরে জনসচেতনতা করে তুলেন। অগ্নি নিবারণের দৃশ্য প্রত্যক্ষ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তুফা কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, যুবলীগ সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সহ সাধারণ জনতা। মহড়ায় অগ্নিপাত হলে কি করণিয়, কিভাবে অগ্নিনিবারণ করা যায় তার চিত্র তুলে ধরা হয়। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ইষ্টেশন কর্মকর্তা আব্দুল লতিফ জানায় ৮ তারিখ থেকে মহড়া শুরু হয়েছে তা আগামি ২০ তারিখ পর্যন্ত চলবে। উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় এ মহড়া প্রদর্শন করে জনগণকে সচেতন করার লক্ষে কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by