ঢাকা

শ্রীপুরে প্রধানমন্ত্রীকে কূটক্তি, থানায় অভিযোগ

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২০ , ৮:২৬:৩৩ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে অশালীন মন্তব্য করার অভিযোগ এক ব্যবসায়ী বিরুদ্ধে। এঘটনায় উপজেলার কাওরাইদ ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: শওকত হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মো: নুর উদ্দিন (৫০) কাওরাইদ গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে। সে কাওরাইদ বাজারের আল আমিন ফার্মেসীর মালিক। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ২রা আগষ্ট দুপুরে কাওরাইদ বাজারে বসে নুর উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে অকথ্য ভাষায় গালিগালাজ ও অশালীন মন্তব্য করেন। গালিগালাজের এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ী ও বাজারে থাকা লোকজন এ প্রতিবাদ করলে তাদের হুমকি দেয় নুর উদ্দিন। এঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নুর উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে সামাজিক ও ব্যবসায়ীক ভাবে হেয় করার জন্যই একটি পক্ষ ষড়যন্ত্র করছে। শওকত হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ক্লিন ইমেজকে পূঁজি করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। অপরদিকে স্থানীয় যুবলীগ নেতা শওকত হোসেন কাওরাইদ আওয়ামী লীগের কার্যালয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুস বারী ফকির, কাওরাইদ ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন সিরাজ, যুবলীগ নেতা অ্যাডভোকেট মাসুদ রানা প্রমুখ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by