বাংলাদেশ

সংসদের সুবর্ণজয়ন্তীতে বসছে বিশেষ অধিবেশন

  প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ৫:৪৫:৪২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন বসছে ৬ এপ্রিল। আজ মঙ্গলবার এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ সচিবালয় থেকে আজ জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৬ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২২তম, ২০২৩ সালের ২য় এবং বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বান করেছেন।

রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও খবর

Sponsered content

Powered by