দেশজুড়ে

সাভারে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ৬:৩০:৩১ প্রিন্ট সংস্করণ

সাভারে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু
প্রতীকি ছবি

সাভারের আমিনবাজার এলাকায় ট্রাক চাপায় বেলি আক্তার (২৬) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাওয়ার সময় সাভারের আমিনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। তবে মোটরসাইকেল চালকের হালকা আহত হয়েছেন। 

নিহত বেলি আক্তার (২৬) রংপুর জেলার পীরগাছা থানার দাদন গ্রামের আব্দুল গফুরের মেয়ে। তিনি আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। 

আটক ট্রাক চালক মো. রঞ্জু গাইবান্ধা জেলার মৃত মোজাফফর হোসেনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন গাড়ির চালক হিসাবে কাজ করতেন। সবর্বশেষ বালুর ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, সকালে বেলি আক্তার আশুলিয়ার ভাড়া বাসা থেকে বের হন। তিনি মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। তারা আমিনবাজার এলাকায় পৌঁছলে একটি বালু বোঝাই ট্রাককে অতিক্রম করে। এসময় মোটরসাইকেলের চাকা পিছলে সড়কে ছিটকে পরে গেলে পিছনের বালু বোঝাই ট্রাক বেলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত মারা যান বেলী। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ট্রাকের চালককে আটক করেন। এঘটনায় বালু বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।  

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মোটরসাইকেল চালক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by