দেশজুড়ে

সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৫২:৩০ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চলনবিল সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেয়, ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুল হাসান কামরান, মহিলা ভাইস্ চেয়ারম্যান শামিমা আক্তার রোজি, সিংড়া থানার ওসি তদন্ত আকবর আলী, সিংড়া মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিন খান।

এসময় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, লালোর ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ, রাঃ খাজুরিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন’সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দ।

আরও খবর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিটি প্রতিমন্ত্রী ও সিলেট মেয়র

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিটি প্রতিমন্ত্রী ও সিলেট মেয়র

পাঁচবিবিতে বিনামূল্যে সার-বীজ বিতরণ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২৩শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক ওষুধ বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ এ্যাড. সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, প্যানেল মেয়র নূর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি আ. বকর সিদ্দিক মন্ডল, পৌর আ.লীগ সভাপতি এস কে আব্দুল হক ও প্রেসক্লাবের সভাপতি আ. হালিম সাবু।

কুড়িগ্রাম

উলিপুরে ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মোড়ক উন্মোচন

অতিথি পাখিদের বিচরণে মুখর জাবির ক্যাম্পাস

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব : ৯ দিন পর হেফাজতের নিন্দা

চট্টগ্রামে আবারও ডেঙ্গুতে মৃত্যু ২, শনাক্ত ১৩৮

চট্টগ্রামে আবারও ডেঙ্গুতে মৃত্যু ২, শনাক্ত ১৩৮

Sponsered content

Powered by