খেলাধুলা

পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরাচ্ছে বিসিবি

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২১ , ৪:৫৩:০৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণের কারণে প্রায় দেড় বছর ধরে দর্শকহীন স্টেডিয়ামে বেশ কয়েকটি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কঠোর জৈব-সুরক্ষা বলয় তৈরি করে সফলভাবে সিরিজগুলো আয়োজন করা হয়। বছরের শুরুতে সংক্রমণের মাত্রা কম থাকলেও সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেয়নি সংস্থাটি। তবে এবার পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরাতে যাচ্ছে বোর্ড।

আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে পাকিস্তান সিরিজ। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পুরো সিরিজে স্টেডিয়ামে নির্দিষ্ট সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে বিসিবি।

সূত্র জানায়, পাকিস্তান সিরিজ ঘিরে ইতিমধ্যে টিকিট তৈরির কাজ শুরু হয়েছে। একই সঙ্গে গ্যালারিতে দর্শকদের জন্য অস্থায়ী রেস্টুরেন্টের ব্যবস্থা রাখা হবে। তবে পুরো মাঠ থাকবে বায়ো-বাবলে মোড়ানো। যদিও টিকিটের মূল্য ঠিক কত হতে পারে তা পরিষ্কার করেনি ওই কর্মকর্তা।

দর্শক ফেরানোর কারণে বায়ো-বাবল তৈরির প্রক্রিয়া কেমন হতে পারে, তা নিয়ে জানতে চাওয়া হলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘পাকিস্তান সিরিজে দর্শকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে যেটা বাধ্যতামূলক করা হতে পারে, সেটা হলো করোনার ভ্যাকসিন। এখনো চূড়ান্ত হয়নি বিষয়গুলো, তবে ভ্যাকসিনের ব্যাপারটা প্রাধান্য পাবে এটা বলা যায়। এর বাইরে কী ধরনের নিয়মকানুন মেনে চলতে হবে সেসব নিয়ে আলোচনা হচ্ছে, দু’এক দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে।’

এর আগে গত মাসে দর্শক ফেরানো নিয়ে প্রশ্নে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান আকরাম খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, পরিস্থিতির ওপর নির্ভর করছে। তারপরও তার আগে আমরা চিন্তা-ভাবনা, আলাপ-আলোচনা করব। যদি পরিস্থিতি ভালো থাকে, তবে কেন মাঠে দর্শক থাকবে না।

আরও খবর

Sponsered content

Powered by