প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১৩:০২ প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে, শেষ হবে বৃহস্পতিবার।
জানা যায়, মাদ্রাসার সভাপতি মো. শফিকুল ইসলাম এর প্রচেষ্টায় সরকারপাড়া, পেট্রোবাংলা, চকসিংড়া, শোলাকুড়া ও সোহাগবাড়ি মহল্লাবাসীদের উদ্যোগে মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে।
মাদ্রাসায় বর্তমানে প্রায় ৪০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। গত নভেম্বরে বাৎসরিক মাহফিলে ৫জন হাফেজ ছাত্রকে পাগড়ী পড়ানো হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. জহুরুল ইসলাম, শিক্ষক মাওলানা মামুনুর রশিদ ও হাফেজ আব্দুল মন্নাফ এর অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি পরিচিতি লাভ করতে শুরু করেছে। একইসাথে পড়াশোনার মানোন্নয়নে কাজ করছেন তারা।