দেশজুড়ে

কুমিল্লায় করোনা  আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে দেবিদ্বার উপজেলা

  প্রতিনিধি ৮ মে ২০২০ , ৯:৩৮:৩৪ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বার ( কুমিল্লা)  প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বারে করোনা আক্রান্ত আরও দুজন মারা গেছেন। গত রাতে এক জন ও গত ৫ মে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাওয়া এক ব্যক্তির নমুনাও করোনা পজিটিভ এসেছে। ফলে, দেবীদ্বার উপজেলায় করোনায় মারা যাওয়া এই দুজনকে দিয়ে মৃতের সংখ্যা পাঁচ জনে পৌঁছালো। আজ শুক্রবার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবির এ তথ্য নিশ্চিত করেন।

আজ দন্ত চিকিৎসক, নারী,শিশুসহ  একই পরিবারের  ৫ জনসহ আজ দেবিদ্বারে মোট করোনায় আক্রান্ত  ৬ জন। ৫ মে উপজেলার নবিয়াবাদ গ্রামের আতিকুল ইসলাম (৬০)করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ  শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মোহাম্মদ  নিয়াতুজ্জামান জানান, জেলায় ক‌রোনাভাইরা‌সে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ১৩৪ জন। এর মধ্যে, নগরীতে আক্রান্ত ছয় জন, সদর উপজেলায় দুই জন, তিতাস  উপজেলায় ১১ জন, দাউদকান্দিতে আট জন, বুড়িচংয়ে আট জন, চান্দিনায় ১১ জন, দেবিদ্বারে ৩৭ জন, মেঘনায় দুই জন, বরুড়ায় ১০ জন, ব্রাহ্মণপাড়ায় দুই জন, সদর দক্ষিণে তিন জন, চৌদ্দগ্রামে একজন, মনোহরগঞ্জে পাঁচ জন, মুরাদনগরে ১২ জন, হোমনায় দুই জন ও লাকসামে ১৩ জন।

আরও খবর

Sponsered content

Powered by