প্রতিনিধি ২৩ মে ২০২৪ , ৪:৫১:১৪ প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টায় পরিষদের হলরুমে অবকাঠামোর উন্নয়ন ও যোগাযোগ খাতকে প্রাধান্য দিয়ে ৬৭ লক্ষ ২৯ হাজার ৫৭৪ টাকার এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
এতে মোট ৬৫ লক্ষ ৮৯ হাজার ৮০০ টাকা ব্যয় এবং ১ লক্ষ ৩৯ হাজার ৭৭৪ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা’র সভাপতিত্বে সচিব মো. শামিম হোসেন এই বাজেট ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রায়হান আলী সরদার, গোলাম ফারুক, ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।