প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৪ , ৪:০০:১৩ প্রিন্ট সংস্করণ
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা হতে সরকারের শেয়ার প্রত্যাহার করা হোক এই প্রতিপাদ্য কে নিয়ে এবারের ৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়।
দিবসটিকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন অবস্থান কর্মসূচি পালন করা হয়। সিরাজগঞ্জের স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভলপমেন্ট ফর ডিজএ্যাডভান্টেজড পিপল (ডিডিপি), বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউ বিবি ট্রাস্ট যৌথভাবে অবস্থান কর্মসূচিটি আয়োজন করে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিডিপি সংস্থার সভাপতি আবু ফাত্তাহ, বিশিষ্ট সাংবাদিক মোকাদ্দেস সরকার, বিশিষ্ট চিকিৎসক রফিকুল ইসলাম এবং ডিডিপি’র নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা প্রমুখ।