দেশজুড়ে

করোনা উপসর্গ নিয়ে সিলেটে একদিনে ৩ জনের মৃত্যু

  প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৫:১৪:০৫ প্রিন্ট সংস্করণ

করোনা উপসর্গ নিয়ে সিলেটে একদিনে ৩ জনের মৃত্যু 

সিলেট ব্যুরো : সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একদিনে তিনজন মারা গেছেন। গত রবিবার একদিনে এই তিনজন মারা যান। মারা যাওয়া তিনজন সিলেটের ওসমানীনগর ও গোয়াইনঘাট উপজেলা ও  সুনামগঞ্জ  জেলার বাসিন্দা।

এদের মধ্যে সর্বশেষ রবিবার সন্ধ্যা ৭টায় ওসমানীনগরের এক ব্যক্তি (৪০) মারা যান। এছাড়া বিকেলে সুনামগঞ্জ সদরের ও দুপুরে গোয়ানঘাটের দুই বৃদ্ধ মারা যান।

শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় বলেন, সন্ধ্যায় মারা যাওয়া ওসমানী নগরের ব্যক্তি আজকেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিলো।

দুপুরে মারা যাওয়া সুনামগঞ্জ সদরের ব্যক্তির বয়স আনুমানিক ৫২ বছর। তিনি তিনি শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর বিকেল ৩ টার দিকে মারা যাওয়া গোয়াইনঘাটের বৃদ্ধের বয়স ৬৬ বছর।

তিনি গত ২১ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চয়ন রায় জানান, করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য মারা যাওয়া এই তিনজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by