দেশজুড়ে

সিরাজগঞ্জে ভোরের দর্পণ এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৪ , ৬:১৮:৩০ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জে ভোরের দর্পণ এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে দৈনিক ভোরের দর্পণ এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) দুপুর ১২টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে কেক কর্তন ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ অনুষ্ঠিত পালিত হয়।

দৈনিক ভোরের দর্পণের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এস এম আল আমিন এর আয়োজনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ২আসনের সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী।

জেলা আওয়ামী লীগ নেতা মো. শামসুজ্জামান আলো, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশীদ খান হাসান, দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশ আব্দুল হামিদ খান হীরা, সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক জহুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব মুন্না, রফিকুল ইসলাম, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রিফাত রহমান, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, লাখো কণ্ঠ’র জেলা প্রতিনিধি সেলিম সিকদার।

এছাড়াও বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মাকসুদ খাতুন, দৈনিক বর্তমান এর জেলা প্রতিনিধি শাহিন রেজা, বাংলাদেশ বুলেটিন এর জেলা প্রতিনিধি নাজমুল হাসান, বিজনেস বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মাহবুব চৌধুরী,তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি মাসুদ রানাসহ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজী টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম।

আরও খবর

Sponsered content