রংপুর

আটোয়ারীতে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান

  প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৭:৪৪:১৮ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী(প গড়) প্রতিনিধি : সারাদেশে মৎস্য আইন বাস্তবায়নে সরকারের নির্দেশনা মতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প গড়ের আটোয়ারীতে মৎস্য দপ্তরের উদ্যোগে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। রোববার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমানের নেতৃত্বে উপজেলার ফকিরগঞ্জ বাজারে আকষ্মিক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আটোয়ারী থানার এসআই রুহুল আমিনসহ ৪জন কনস্টেবল। অভিযান পরিচালনাকারী টিমের উপস্থিতি টের পেয়ে কারেন্ট জাল ফেলে বিক্রেতা পালিয়ে যায়। ফেলে যাওয়া কারেন্ট জাল তাৎক্ষণিক জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। পরে অভিযান পরিচালনাকারী দলের সিদ্ধান্ত মতে জব্দকৃত কারেন্ট জাল পেট্রোল ঢেলে আগুনে ভষ্মিভূত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, প্রায় দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে জ্বালিয়ে দেয়া হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। তিনি বলেন, মৎস্য আইন বাস্তবায়নে মৎস্য দপ্তর প্রতিজ্ঞাবদ্ধ।

আরও খবর

Sponsered content

Powered by