রাজশাহী

সিরাজগঞ্জে র‌্যাব এর অভিযানে ২৩৯ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ৪:১৫:১৫ প্রিন্ট সংস্করণ

এস,এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা রেলওয়ে ষ্টেশনের মেইন গেইটের সামনে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩৯ (দুইশত উনচল্লিশ) গ্রাম হেরোইনসহ মোঃ সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

প্রেস রিলিজ সুত্রে জানা গেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিক নির্দেশনায় ২৫/১২/২০২২ ইং তারিখ রাত ৭.১০ ঘটিকায় মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এর নেতৃত্বে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন রেলওয়ে ষ্টেশনের মেইন গেইটের সামনে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩৯ (দুইশত উনচল্লিশ) গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ সাইফুল ইসলাম (৩৪), পিতা-মৃত আঃ রহিম, সাং-চরবয়ারমারী আমিনপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Powered by