রাজশাহী

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বর্ণমালা মিছিল

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৩০:১০ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ভাষার মাস উপলক্ষে ফেব্রæয়ারী মাসের সূচনা লগ্নে বর্ণাঢ্য বর্ণমালার মিছিল করা হয়েছে। বুধবার (১ ফেব্রæয়ারি) সকালে কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর নেতৃত্বে বর্ণমালা মিছিল শহর প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপান কেন্দ্রীয় শহিদ মিনারে শেষ করে। বর্ণমালা মিছিলে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম বার, পিপিএম বার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, উল্লাপাড়া উপজেলার সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, স্থানীয় সরকার এর উপ পরিচালক তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণ প্রতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রায়হান কবির, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তাগণ বলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ভাষার মাসের সূচনায় বর্ণমালা মিছিলের মাধ্যমে আগামী দিনের তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রীরা জানতে পারবে বাংলা ভাষার সঠিক ইতিহাস। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। ভাষার জন্য সালাম,বরকত, রফিক,জব্বার ছাড়াও নাম নাজানা আরও অনেকেই জীবন উৎসর্গ করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by