দেশজুড়ে

সীতাকুণ্ডে পাহাড় ধসের আশংকা, ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে ফায়ার সার্ভিসের মাইকিং 

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২১ , ৪:৩২:০৮ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু. সীতাকুণ্ড (চট্টগ্রাম):

টানা বর্ষণে  চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় ছোট ছোট পাহাড় ধসের আশংকা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারি বর্ষণ অব্যাহত থাকলে সীতাকুণ্ড পাহাড় ধস হতে পারে। এ আশংকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বার বার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন।

উপজেলার বিভিন্ন পাহাড়ে পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার জন্য সচেতন করার লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কের পাহাড় সংলগ্ন, চন্দ্রনাথ পাহাড় এলাকায় ও ছোটদারোগার হাট পাহাড়সহ বেশকিছু পাহাড়ের আশপাশের ঝুঁকিপূর্ণ বসতবাড়ির জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান,কক্সবাজারসহ সারাদেশে বিভিন্ন পাহাড় সংলগ্ন এলাকায়  বসবাসকারীদের উপর পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তাই ফায়ার সার্ভিস ডিফেন্স অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সীতাকুণ্ডের পাহাড়ি এলাকার জনগনকে সাবধানতা অবলম্বন করতে সচেতন করছি। সীতাকুণ্ড পাহাড়ের ছোট ছোট টিলায় ও ঢালুতে প্রায় ২০ হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করে। এরা বিভিন্ন সময়ে লোকজন পাহাড় কেটে বসতি স্থাপন করেছে। এখন এদের মধ্যে আতংক দেখা দিয়েছে। সাপ্তাহ ধরে ভারী বর্ষণ শুরু হয়েছে। টানা বর্ষণে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোর মাটি দুর্বল হয়ে পড়েছে। দিনরাত থেমে থেমে চলা হালকা থেকে মাঝারি ধরনের এ বৃষ্টিপাতে দুর্বল হয়ে পড়া পাহাড়গুলোতে এখন বড় ধরনের ধসের আশংকা করেছেন সংশ্লিষ্টরা।

সেই সাথে শুরু হয়েছে পাহাড়ে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারী পরিবারগুলোর উদ্বেগ-উৎকন্ঠা। যেকোনো মুহূর্তে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা করছেন প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বারৈয়াঢালা, সীতাকুণ্ড পৌর সদর, কুমিরা, সলিমপুর, সোনাইছড়ি এলাকায় ১৬ হাজার ২৪৪ একর বনভূমি রয়েছে। এর মধ্যে সাড়ে পাঁচ হাজার একর জায়গা বেদখলে। অবৈধ দখল হওয়া জায়গার ওপর প্রায় পাঁচ হাজার পরিবারের ২০ হাজার লোকজন ঘরবাড়ি তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন।

আরও খবর

Sponsered content

Powered by