রংপুর

সুন্দরগঞ্জে কৃষক প্রশিক্ষণের সমাপ্তি

  প্রতিনিধি ১৯ মে ২০২২ , ৬:৩৩:৩২ প্রিন্ট সংস্করণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক কৃষাণি প্রশিক্ষণ বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুন্দরগঞ্জের আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (শস্য) কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন। এ প্রশিক্ষণে ১৫ টি কৃষক পরিবারের স্বামী ও স্ত্রী মিলে ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে পুষ্টি বাগানের সবজি বীজ, পেয়ারা ও বড়ই গাছের চারা বিতরণ করা হয়।

Powered by