বাংলাদেশ

সুস্থ ৪৯ জন, মৃত্যুর সংখ্য ৫০

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৩:১৬:০৯ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।নতুন সুস্থ হয়ে বাড়ী ফেরেছেন ৭ জন। এই নিয়ে সুস্থ হয়ে মোট বাড়ী ফেরেছেন ৪৯ জন। করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এছাড়া তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মইন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তার পরিবারে সকল দায়িত্ব সরকার নিবে বলে জানিয়েছেন তিনি।

 

মৃত্যু ব্যক্তি বয়স, সত্তরোর্ধ ২ জন। পঞ্চাশ মধ্যে ১ জন এবং ৩৫ থেকে ৪০ বয়সে ১ জন। এই ৪ জনের মধ্যে পরুষ ৪ জন মহিলা ১ জন। 

গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষের দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই সিদ্ধান্তের পরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার এরইমধ্যে নানা পদক্ষেপও নিয়েছে।

এই ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বেই টালমাটাল অবস্থা। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ। অন্যদিকে ভাইরাসটিতে মারা গেছেন ২৬ হাজারেরও বেশি মানুষ।

বুধবার বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। এছাড়া এতে প্রাণ হারিয়েছেন  ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৯৭ জন।

আরও খবর

Sponsered content

Powered by